খুলনায় পাইকগাছায় ৪ ফিড ব্যবসায়ীকে সঠিক কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। এ সময় আদালত এক ব্যবসায়ীকে সর্তক এবং দোকানের সামনে রাস্তা দখলকারীদেরকে ৭দিন সময়দেন মালামাল সরিয়ে নেওয়ার জন্য।
মঙ্গলবার দুপুুরে ভ্র্যম্যমাণ আদালত পরিচালা করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণু পদ বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালত পৌর সদরে ফিড ব্যাবসায়ী প্রতিষ্ঠান মেসার্স রেহানা পোল্ট্রি ফার্ম ৬হাজার, মেসার্স শেখ ট্রেডা ২হাজার, রিয়া পোল্ট্রি ফিড ৫হাজার ও জেপিএ ট্রেডার্স ১০হাজার সর্বমোট নগদ ২৩হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতে সহায়ক কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন ভেটনারি সার্জন ডা. পার্থ প্রতিম রায়, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক ও পাইকগাছা থানা পুলিশ ফোর্স।