ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৭১জন রোগী ভর্তি হয়েছেন। ফলে মঙ্গলবার হাসপাতালে ১৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। সোমবার এ সংখ্যা ছিল ১৫৪ জন। হাসপাতালের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ৭১ জন রোগীর মধ্যে পুরুষ ৩৭ জন, নারী ২৪ জন ও শিশু ১০ জন। যা এখন পর্যন্ত এ হাসপাতালে সর্বোচ্চ ২৪ ঘন্টায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা। অপরদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২ জন রোগী।