জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া-ছয়গ্রামের চার কিলোমিটার সড়কের বিভিন্ন প্রজাতির রোপণকৃত গাছ স্ব স্ব জমির মালিকরা কেটে নিয়েছে বলে জানিয়েছেন ওই সড়কের দুই পাশে চারা রোপনকারী ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। রহস্যজনক কারণে জমির মালিকদের কেটে নেয়া গাছের দায়ভার তাকেই (চেয়ারম্যান) বহন করতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, ১৯৯৯ সালে বরিশাল সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছ থেকে মাহিলাড়া-ছয়গ্রামের চার কিলোমিটার সড়কে গাছের চারা রোপনের জন্য তিনি ইজারা নিয়ে সড়কের দুইপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। সড়ক ও জনপথ বিভাগ উল্লিখিত সড়কের জমি অধিগ্রহন না করায় অতিসম্প্রতি স্ব স্ব জমির মালিকরা তার লাগানো গাছ কেটে নিয়ে গেছে। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র অনুপ্রেরনায় জলবায়ুর ঝূঁকি মোকাবেলায় গত কয়েকবছর যাবত মাহিলাড়া ইউনিয়নের সরকারী সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে সফলতা অর্জন করেছি। ফলশ্রুতিতে ২০১৮ সালের বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের জন্য আবেদন করা হয়। জাতীয় পুরস্কারের জন্য তার নাম চুরান্ত হওয়ার পর থেকে গৌরনদীর এক ব্যক্তি তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে ওঠেন। এমনকি জাতীয় পুরস্কার পাওয়ার পরেও ওই ব্যক্তির তৎপরতা অব্যাহত থাকে। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের কাছে মিথ্যে তথ্য দিয়ে তার (পিকলু) বিরুদ্ধে মাহিলাড়া-ছয়গ্রামের চার কিলোমিটার সড়কের গাছ কেটে নেওয়ার অপপ্রচার চালানো হয়। সর্বশেষ উপজেলা প্রশাসনকে ব্যবহার করে তার (পিকলু) বিরুদ্ধে সরকারী গাছ কেটে নেওয়ার একটি মিথ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দাখিল করা হয়েছে।
তিনি অভিযোগ করে আরও বলেন, আমার লাগানো গাছ কেটে নেওয়া হলো, অথচ আমার কোন বক্তব্য না নিয়েই আমার বিরুদ্ধেই গোপনে মিথ্যে তদন্ত প্রতিবেদন দিয়ে জমির মালিকদের কেটে নেয়া গাছের দায়ভার আমার উপর চাপিয়ে দেয়া হলো। এ ব্যাপারে তিনি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।