জালিয়াত চক্রের মূলহোতাকে দশ লাখ টাকার বিনিময়ে থানা থেকে ছাড়িয়ে নেয়ার মিশনে নেমেছিলো স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তি। তাদের সকল চেষ্ঠাকে ব্যর্থ করে দিয়েছেন জেলার গৌরনদী মডেল থানার চৌকস কর্মকর্তা ইনচার্জ গোলাম ছরোয়ার। অবশেষে মঙ্গলবার দুপুরে থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত জালিয়াত চক্রের মূলহোতা রেজাউল করিম হাবুলকে (৪৬) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানার ওসি গোলাম ছরোয়ার জানান, উপজেলার নন্দনপট্টি গ্রামের বাসিন্দা আবদুল জব্বার মিয়ার পুত্র ভূমি জরিপকারী রেজাউল করিম হাবুল দীর্ঘদিন থেকে প্রতারনার মাধ্যম সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামের সীল ও বিভিন্ন ফরম তৈরি করে মোটা অংকের টাকার বিনিময়ে জাল দলিল, পর্চাসহ বিভিন্ন অপর্কম করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নিজ বাড়িতে বসে জাল কাগজ তৈরির সংবাদ পেয়ে থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নিজ ঘর থেকে রেজাউল করিম হাবুলকে আটক করা হয়। এ সময় রেজাউলের বাসায় তল্লাশী চালিয় সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে তৈরি করা ৯০টি সীলমোহর, জাল দলিল ও পর্চাসহ একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রেজাউল দীর্ঘদিন যাবত জাল-জালিয়াতির সাথে জড়িত রয়েছেন বলে স্বীকার করেন।