আমতলীতে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরো দুই রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। জানাগেছে, রবিবার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের সাইফুল ইসলাম ও হরিমৃতুঞ্জয় গ্রামের মোঃ সোহেল মিয়া ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। সাইফুল চারদিন ধরে জ¦রে ভুগছেন ও সোহেল ঢাকা থেকে জ¦র নিয়ে বাড়ী এসেছেন।আমতলী উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ শংকর প্রসাদ অধিকারী মুঠোফোনে জানান, এ পর্যন্ত ৪জন ডেঙ্গু ডেক্সগু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে নিয়াজ মোর্শ্বেদ তনয় ও জালাল চৌকিদার সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন।