মুলাদীতে গত এক সপ্তাহে ১২জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলায় ডেঙ্গু পরীক্ষার কীট ও চিকিৎসা ব্যবস্থা না থাকায় চিকিৎসকরা ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীদের বরিশাল শেবাচিম হাসপাতাল কিংবা ঢাকায় প্রেরণ করতে বাধ্য হচ্ছেন। মুলাদী হাসপাতাল সূত্র জানায় গত এক সপ্তাহে উপজেলার অনেকে জ¦র নিয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১২জন রোগী ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা না থাকায় তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মুলাদী পৌরসভার বেলিব্রিজ এলাকার এনায়েত মাঝির স্ত্রী সাদিয়া, ইকবাল হাওলাদারের স্ত্রী মনি বেগম, নূরু মাঝির পুত্র শামিম মাঝি, অলিউল বেপারীর স্ত্রী সুমী বেগমসহ প্রায় ১০ জন রোগী বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতাল ও ঢাকার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে মুলাদী হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান খানের বিরুদ্ধে ডেঙ্গু আতঙ্ক ছড়ানোর অভিযোগ রয়েছে। কোনো জ¦রের রোগী আসলেই জ¦রের প্রাথমিক উপসর্গ জানতে না চেয়েই ডেঙ্গু জ¦রের পরীক্ষায় প্রেরণ করছেন তিনি। এতে সাধারণ জ¦রের রোগীদের মাঝেও ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাভাবিক জ¦রের রোগীদের ডেঙ্গু পরীক্ষার জন্য প্রেরণ না করা হলে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু আতঙ্ক সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন ভূক্তভোগী রোগী ও তাদের স্বজনরা। মুলাদী স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান জানান গত এক সপ্তাহে আমরা ১২জন ডেঙ্গু রোগী সনাক্ত করেছি এবং তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশালের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ডেঙ্গু জ¦র সনাক্ত ও চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের মঙ্গলবার বিকালে যোগদানের কথা রয়েছে। মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল জানান পৌরসভার কিছু ওয়ার্ডে ডেঙ্গু জ¦রের রোগীর কথা শোনা গেলেও পৌর কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘটের কারণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়নি। তবে ওয়ার্ড কাউন্সিলরদের সাথে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা করা হয়েছে।