বরিশালের আগৈলঝাড়ায় পুত্রবধু বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে শ্বাশুড়ীকে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের হোসনেয়ারা বেগমের স্বামী নাদের মিয়া ৫মাস পূর্বে মারা যায়। নাদের মিয়া মারা যাওয়ার পরে পুত্রবধু লুবনা বেগম শ্বশুরের সম্পত্তি ভোগ দখল করার জন্য প্রায় নির্যাতন চালাত শ্বশুরীর উপর। লুবনার স্বামী ছলেমান বিদেশ যাওয়ার পর শ্বাশুড়ীর উপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে,দেয় পুত্রবধু লুবনা। রোববার বিকেলে তুচ্ছ ঘটনার জেরধরে পুত্রবধু লুবনা বটি দিয়ে শ্বাশুরীর মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার পর লুবনা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে। গুরুতর আহত হোসনেয়ারা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা হাসনপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় হোসনেয়ারার ভাশুর আবদুল কাদের মিয়া বাদী হয়ে আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া আশ্বাস দেয়।