মুদির দোকানে মুল তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ন ওষুধ রাখা ও খবারের প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকায় বরিশালের আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরে অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সদস্যের সহায়তায় গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেবের বাজারে ভোক্তা অধিদপ্তরে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরে সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। এ সময় উপজেলা স্যানিটারী ইস্পপেক্টর সুকলাল শিকদার। অভিযানে ভোক্তা অধিকার আইনে মন্টু হালদারের মুদির দোকানে মুল্য তালিকা না থাকায় ২হাজার টাকা, দিলীপ হালদারের কসমোটিকের দোকানে নকল প্রসাধনী পাওয়ায় ৪হাজার টাকা, বাদল চক্রকর্তীর ফার্মেসীতে মেয়াদোত্তীন থাকায় ৩হাজার টাকা, বশার বেপরীর বেকারীতে মুল্য তালিকা ও মেয়াদোত্তীন খাবার পাওয়ায় ৩হাজার টাকা মোট ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে।