হোসেনপুর উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে।
মঙ্গলবার (০৬ আগস্ট) সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পপুলেশন সার্ভিসেস এ- ট্রেনিং সেন্টার (পিএসটিসি)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে ‘শিশুকে মাতৃদুগ্ধ করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অ্যাব্দুল্লাহ আল শামীম, জুনিয়র কনসালটেন্ট ডা. সুবীর নন্দী, মেডিকেল কর্মকর্তা ডা. আদনান আখতার, পরিসংখ্যানবিদ মো. আখরুজ্জামান, পিএসটিসির সমন্বয়কারী নাছরিন আক্তার প্রমুখ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত লোকজন উপস্থিত ছিলেন।