লক্ষ্মীপুরে সদর উপজেলার লাহারকান্দি থেকে অপহৃত শিশু মিনহাজকে হাত বাধা অবস্থায় পাশ^বর্তী এলাকার একটি সুপারী বাগান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। সোমবার ভোররাতে তার ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে অপহৃত শিশু মিনহাজকে ১২ ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে সদর হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছেস বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.আনোয়ার হোসেন। তবে এখনো আটক হয়নি শিশু মিনহাজকে তুলে নিয়ে ৫ লাখ টাকা মুক্তিপন দাবিকারী অপহরণকারী চক্রটি। পুলিশ বলছেন, যে ভাবে শিশুটি অপহরনের পর পুলিশ উদ্ধার করে শিুশুর ময়ের নিকট পৌঁছে দিয়ে মায়ের মুখে হাসি ফুটানো হয়েছে। ঠিক সেভাবে চিরুরী অভিযান চালিয়ে অপহরণকারী চক্রকে আটক করে জনগণের নিকট উৎঘাটন করা হবে এ অপহরণের উদ্ধেশ্য কী। এ ঘটনার মামলা থানায় মামলা হয়েছে। দ্রুত অপহরণের সাথে জড়িতদের করা হচ্ছে। উদ্ধারকৃত শিশু মিনহাজ স্থানীয় লাহারকান্দি এলাকার রাজমেস্ত্রী মো. মামুন হোসেন ছেলে।
পরিবার সুত্রে জানা যায়, লাহারকান্দি ইউনিয়নের এলাহী বক্সের বাড়ীর নিজ ঘরে প্রতিদিনের মতো শিশু মিনহাজকে নিয়ে রাজমেস্ত্রী মামুন ও তার স্ত্রী কহিনুর ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সোমবার ভোর রাতে ঘুম ভাঙ্গলে মা-বাবা দেখেন তাদের শিশুটি পাশে নেই। দো-চালা টিনসেড ঘরের দরজাটিও খোলা দেখতে পান। চতুর্দিকে খোঁজ-খবর নিয়ে মিনহাজের সন্ধান পায়নি তারা। এ সময় কহিনুরের ব্যবহৃত মুঠোফোনও পাওয়া যায়নি। ওই মুঠোফোনে শিশুর বাবা পাশ্ববর্তী একজনের মুঠোফোন থেকে কল করেন। এ সময় শিশুটিকে ছেড়ে দিতে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।
এ সময় অপহৃত শিশুর বাবা মামুন হোসেন জানান, ১২ ঘন্টা পর আমার আদরের ধন মিনহাজকে হাত বাধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। শিশু মিনাজের কী অপরাধ ? তাকে কেন অপহরনের শিকার হতে হয়েছে। এসব প্রশ্ন বারবার করে কান্নায় ভেঙ্গে পড়েন মামুন। তারপরও সাড়াঁশি অভিযানের কারণে মিনহাজকে সুপারী বাগানে রেখে পালিয়ে দূর্বত্তরা। পুলিশ তার সন্তানকে জীবিত অঙ্গাত উদ্ধার করে দেওয়ার এজন্য পুলিশ
সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন, সদর থানার ওসি আজিজুর রহমান মিয়ার জন্য দোয়া ও এ ঘটনায় তিনি শুকারিয়া আদায় করেছেন আল্লাহর নিকট। তবে তার সন্তানকে যারা অপহরণ করেছে তাদের গ্রেফতার করে বিচার দাবী জানিয়েছেন উদ্ধার হওয়া শিশু মামুনের পিতা।
অপরদিকে শিশুর এক স্বজন জানায়, ৫ লাখ টাকার মুক্তিপণ দাবী করে অপহরনকারীরা। তাদের দাবীকৃত মুক্তিপণের টাকা দেয়ার আশ^াস দেয়ার পর অপহরনকারীরা শিশুটিকে একেক বার একেক জায়গারয় যাওয়ার কথা বলেন। হঠাৎ সুপারী বাগানে হাত বাধা অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে গ্রেফতারের দাবী জানিয়েছেন তারাও।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া বলেন,সকালে কিছু না খেয়েই অপহৃত শিশুকে উদ্ধারে পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে সাড়াঁশি অভিযান চালিয়ে উদ্ধারে নামি। মুখে স্কচ টেপ লাগানো অবস্থায় শিশুটিকে উদ্ধার হয়েছে। তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে। শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার মামলা হয়েছে ও জড়িতদের দ্রুত গ্রেফতার অভিযান চলছে। আশাকরি অপহরনকারী গ্রেফতার হবে।