কিশোরগঞ্জ এর বাজিতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতাকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান সারোয়ার আলমের নেতৃত্বে মশক নিধনের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) মো: আশিকুর রহমান চৌধূরী মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: গোলনাহার, উপজেলা কৃষি কর্মকর্তা এ.বি.এম রকিবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: রেহানা আক্তারও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আফজাল হোসেন। এদিকে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়।