ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে জমজমাট আসর থেকে ৬জুয়াড়ীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে মোল্লাহাট থানা পুলিশ। সোমাবার দুপুরে উপজেলার শাসন গ্রামে মান্নু মুন্সির বাড়িতে অভিযান চালিয়ে জমজমাট আসর থেকে গৃহকর্তাসহ এ ৬ জুয়াড়ীকে আটক করা হয়।
আটক জুয়াড়ীরা হলেন, গৃহকর্তা ও জুয়ার আসর পরিচালক শাসন গ্রামের মহর আলী মুন্সির ছেলে মোঃ মান্নু মুন্সি (৪০), পার্শ্ববর্তী তেরখাদা থানার বল্লাহাটি গ্রামের আহাদ আলী শিকদারের ছেলে দিন ইসলাম (৩৮), আইন মোল্লার ছেলে সাজ্জাদুল মোল্লা (৩০) ও মোঃ ইয়ার আলী শেখের ছেলে মোঃ রবিউল শেখ (৪০) এবং নড়াগাতী থানার পাখিমারা গ্রামের মৃত নওশের আলী শিকদারের ছেলে মোঃ রবিউল শিকদার (৩৬) ও পাখিমারা গ্রামের মৃত আমির শিকদারের ছেলে মোঃ রফিজ শিকদার (৪২)। এ সময় আরো কয়েক জুয়াড়ী পালিয়ে যায়। এঘটানয় মোল্লাহাট থানায় একটি মামলা হয়েছে, যার নং, তাং-০৫/০৮/২০১৯ ইং।