জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সংস্কৃতি ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাটমোহর উপজেলা শাখার আয়োজনে স্থানীয় শাহী মসজিদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল। সোমবার বাদ মাগরিব উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শামসুজ্জোহা,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইদ্রিস আলী,যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক প্রমূখ। দোয়া পরিচালনা করেন শাহী মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মোঃ আঃ ছালাম।