পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ¦র শনাক্ত ও পরীক্ষার কোনই ব্যবস্থা নেই। ফলে ৪ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত এই উপজেলাবাসী ভোগান্তির শিকার ও আতংকগ্রস্থ হয়ে পড়েছেন। এ উপজেলার স্বাস্থ্য সেবাও ঝুঁকির মধ্যে।
স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বায়েজিদ-উল-ইসলাম জানান,ইতোমধ্যেই চাটমোহর থেকে সন্দেহজনক ৫ জনকে ডেঙ্গু সনাক্তের জন্য পাবনা পাঠানো হয়েছে।
এদিকে পাবনা জেনারেল হাসপাতালে চাটমোহরের ৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণ করছেন। এদের মধ্যে ২ জন ঢাকা হতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়,এখানে প্রতিদিন প্রায় ২ শতাধিক রোগী বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসেন। অনেকেই আসেন জ¦র নিয়ে। কিন্তু ডেঙ্গু জ¦র পরীক্ষার জন্য এনএস/ওয়ান এ্যান্টিজেন, অ্যান্টিবডি আইজিএম এবং আইজিজি পরীক্ষার কোন সরঞ্জাম নেই। রক্তের প্লাটিনেট কাউন্ট করারও ব্যবস্থা নেই এই হাসপাতালে।
তাছাড়া চাটমোহরে ব্যঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগী সনাক্তের কোন ব্যবস্থা নেই। একমাত্র চাটমোহর মডার্ণ ডায়াগনস্টিকস সেন্টারে ডেঙ্গু রোগির রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে।
সোমবার হাসপাতালে জ¦র নিয়ে আসা কয়েকজন রোগী বলেন,আমরা এই হাসপাতালে এসেছি ডেঙ্গু হয়েছে কি-না পরীক্ষার জন্য। কিন্তু এখানে ডেঙ্গু জ¦রের কোনো পরীক্ষাই হয় না। ডেঙ্গু নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে চাটমোহরে। ডেঙ্গুর প্রাথমিক কোন লক্ষণ না থাকলেও জ¦র হলেই রোগীরা এসে ডেঙ্গু পরীক্ষার কথা বলছেন। তবে চাটমোহর হাসপাতালে সাধারণ সিবিসি পরীক্ষা ছাড়া ডেঙ্গু সনাক্ত করণের কোন ব্যবস্থা নেই বলে জানা গেছে। কোন রোগি এলেই তাকে পাবনাতে পাঠানো হচ্ছে।