১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাসব্যাপি শোক দিবস পালনে মণিরামপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা কৃষকলীগের সভাপতি সূকৃতি বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল ইসলামের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষকলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, গোলাম রসুল চন্টা, মোঃ মামুনুর রশিদ, গোকুল চন্দ্র বিশ্বাস, হায়দার আলী, প্রভাষক মামুন অর রশিদ জুয়েল প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা কৃষি আওতাভূক্ত উপজেলার প্রত্যেকটি কমিটিতে প্রকৃত কৃষক ও কৃষক লীগের নেতৃবৃন্দকে অর্ন্তভূক্তির দাবী জানিয়েছেন। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও গণভোজ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।