মণিরামপুরে জাতীয় শোক দিবস ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে মাসব্যাপি শোক দিবস পালন উপলক্ষে গালদা-খড়িঞ্চী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক সঞ্জিব কুমার বিশ্বাসের সভাপতিত্বে-শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এতে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে শীর্ষক আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা প্রাক্তন ডেপুটি কমান্ডার বীরমুক্তি যোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আবদুল হামিদ। সহকারী শিক্ষক অশোক কুমার বিশ্বাসের সঞ্চালোনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোঃ হানেফ আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম মোস্তাফা, শিক্ষক বিজয় কুমার সিংহ, রেজাউল করিম, মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম, শাহাজান কবীর, দোলন চাঁপা দে, গোবিন্দ প্রসাদ ধর, স্বপ্না রায় প্রমূখ।