পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দররে দ্বিতীয় বয়া সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে রবিউলের (২২) মৃতদেহ ডুবে যাওয়া এফবি মায়ের দোয়া ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উদ্ধার অভিযানে অংশ নেয়া ট্রলার মালিক ও জেলেরা মৃতদেহটি উদ্ধার করে। তবে গত তিনদিনেও অপর নিখোঁজ জেলে রাজা মিয়ার সন্ধান পাওয়া যায়নি।
গত শনিবার (৩ আগষ্ট) বিকালে সাগরে মাছ শিকার করে ফেরার পথে ঢেউয়ের তোড়ে ১৩ জেলে নিয়ে এফবি মায়ের দোয়ংা ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ১১ জেলে উদ্ধার হলেও দুই জেলে নিখ্োঁজ হয়।
মহিপুর থানার ওসি মো. সোহেল আহমেদ জানান, জেলেদের কাছ থেকে রবিউলের মৃতদেহ উদ্ধার হওয়ার খবর পেয়েছেন। তার মৃতদেহ গলাচিপা উপজেলার আমখোলা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার হলেও অপর নিখোঁজ জেলে রাজা মিয়ার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।