ডেঙ্গুজ¦র প্রতিরোধে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসের জন্য পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, সচেতনতা তৈরীর জন্য লিফলেট বিতরণ ও মাইকিং করেছে নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদ ও উপজেলা মশক নিধন কমিটি। সোমবার উপজেলার বনপাড়া বাজারে ড্রেন পরিস্কারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মশক নিধন কমিটির সভাপতি ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও আনোয়ার পারভেজ, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক ইমান আলী খোকন প্রমুখ।