যশোরে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে (৯) শ্লীলতাহানির অভিযোগে শাহিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। সোমবার ভোরে যশোর শহরের রেলস্টেশন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
যশোরের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, শহরতলী শেখহাটি এলাকার মৃত মোসলেম বিশ্বাসের ছেলে শাহিনুর রহমান ৪ আগস্ট দুপুরে ওই শিশুকে ফুঁসলিয়ে পাশের তরফ নওয়াপাড়া এলাকার জনৈক আমিনুরের কলাবাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির পরনের কাপড় খুলে ফেললে সে চিৎকার দেয়। এরপর লোকজন ছুটে এলে শাহিনুর পালিয়ে যায়।
তিনি বলেন, সোমবার ভোরে সোর্সের মাধ্যমে পুলিশ খবর পায়, শাহিনুর যশোর থেকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপর প্রযুক্তি ব্যবহার করে তাকে যশোর রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আমিনুর একজন মুদি দোকানি। শিশুটি প্রায়ই তার দোকানের সামনে খেলা করতো।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, শাহিনুরের বিরুদ্ধে শিশুটির বাবা মামলা (নম্বর-১০/০৪.০৮.১৯) করেছেন। গ্রেফতারকৃতকে এ মামলায় আদালতে পাঠানো হয়েছে। মেয়েটি পুলিশের জিম্মায় রয়েছে।