দেবহাটা উপজেলা পরিষদের আয়োজনে ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টায় দেবহাটা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল লতিফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাই রকেট, শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, বিআরডিবি’র চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ। সভায় আগামি ১৫ই আগস্ট জাতীয় পতাকা অর্ধনমিত, শোক র্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও ১৫ই আগস্ট সম্পর্কে রচনা প্রতিযোগীতা, দোয়া ও মিলাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।