নওগাঁর আত্রাইয়ে বিকল্প জীকিবায়ন সৃষ্টির লক্ষে উপকরন হিসেবে ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে বিদেশ থেকে প্রতারিত ও সর্বস্য খুইয়ে আসা আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের শন্যাস বাড়ী গ্রামের আইনাল হোসেনকে দাতা সংস্থা ইউএসএআইডি ও উইনরক ইন্টারন্যাশনাল আর্থিক সহযোপগীতায় এবং সচেতন রাজশাহীর, বাস্তবায়নে গককাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বিকল্প জীকিবায়ন সৃষ্টির জন্য ভ্যানগাড়ী বিতরণ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা মডেল প্রেস কøাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, আস্থা শিশ ও মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, সচেতন,রাজশাহী,প্রোগ্রাম এ্যাসিট্যান্ট নজরুল ইসলাম, সচেতন,রাজশাহী আত্রাই ,-রাণীনগর ,মান্দা প্রোগ্রাম এ্যাসিট্যান্ট রবিউল ইসলাম ছাড়াও জনপ্রতিনিধি,গনমাধ্যমকর্মী এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।