শ্রেণি শিক্ষক কর্তৃক ক্লাস চলাকালীন সময় ছাত্রীদের অশ্লীল ভাষায় কথা বলায় অভিভাবকেদের বিচারের দাবির প্রেক্ষিতে অনুষ্ঠিত সালিশ বৈঠক অভিযুক্ত শিক্ষককে শ্রেণি ক্লাস থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের।
সোমবার সকালে ওই বিদ্যালয়ের শিক্ষাথী ও অভিভাবকদের দেয়া সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস নবম শ্রেণির ক্লাস নেয়ার সময় শ্রেণি কক্ষে উপস্থিত ছাত্রীদের প্রায়ই অশ্লীল ভাষায় কথাবার্তা বলে আসছিলো।
নবম শ্রেণির ছাত্রী আঁখি খানম শিক্ষকের এহেন আচরণের কথা গত বৃহস্পতিবার বাড়িতে ফিরে বিষয়টি তার মা বিউটি বেগমকে জানায়। তিনি (ওই ছাত্রীর মা) প্রধানশিক্ষক মোঃ হারুন-অর রশিদের কাছে বিষয়টি জানিয়ে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। এ ঘটনায় শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধানশিক্ষকের কক্ষে অভিযুক্ত শিক্ষককে নিয়ে উপজেলা প্রকাডেমী সুপারভাইজার প্রাণ কুমার ঘটকের উপস্থিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠক সূত্রে জানা গেছে, অনুষ্ঠিত সালিশ বৈঠকে অভিযুক্ত শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস নিজের দোষ স্বীকার করে ঘটনার জন্য ক্ষমা চাওয়ায় প্রাথমিকভাবে তাকে নবম শ্রেণির সকল ক্লাস থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
প্রধানশিক্ষক মোঃ হারুন-অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত শিক্ষক তার সাথেও একাধিকবার খারাপ ব্যবহার করেছেন। অভিযুক্ত শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস সকল অভিযোগ অস্বীকার করেন।