উপজেলার গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পোশাকের দোকান সহ ৫টি মুদি ও ঔষধের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত ৫ আগস্ট রাত ২টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে এলাকাবাসীর ধারণা। প্রত্যক্ষদর্শি মজিবার রহমান জানান, গভীর রাতে আগুনের লেলিহান শিখা তিনি ঘরে শোয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে গ্রামের লোকজন সেখানে হাজির হয়ে আগুন নেভানোর প্রস্তুতি নেয়। তাৎক্ষনিক বিদ্যুৎ অফিসে খবর দিলে বৈদ্যুতিক লাইনের বন্ধ করে দেয়া হয়। এ সময় লোকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। একপর্যায়ে আগুন নেভানো সম্ভব হলেও শহিদুলের পোশাকের দোকান, ইসমাইল সরদারের মুদি দোকান, আলামিনের মুদি দোকান, ডাঃ শাহানুরের ঔষদের দোকান ও নুরমোহাম্মদ গাজীর ইলেকট্রিকের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সকালে উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম, কয়রা সদর ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নাজমুচ্ছাদাত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের শান্তনা দেন। এ সময় দোকান মালিকরা কান্নায় ভেঙে পড়েন।