সিংড়ার কিশোরী কলেজ শিক্ষার্থী রেশমী খাতুনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক (ফাসি)’র দাবিতে মানববন্ধন করেছে রেশমীর সহপাঠি ও শিক্ষক কর্মচারীবৃন্দ। সোমবার দুপুর আড়াইটার দিকে বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় রেশমীর সহপাঠিদের চোখে মুখে যেন শুধুই কান্নার ছাপ। এব্যাথা যেন সহসাই ভোলা বা বলার নয়। শুধু মুখ চেপে রাখা বুক ভাঙা অশ্রুভেজা জল। এই দুঃখ, বেদনা ভোলার যেন এখন একমাত্র ওষুধ ওই অভিযুক্ত নিশাখোর লম্পট চাচা শাহাদৎ হোসেনের ফাঁসি চাই। পরে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মুনছুর রহমান, উপাধক্য রেজাউল করিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাফিয়া আকতার তালুকদার, সহপাঠি শিক্ষার্থী মোছা. জান্নাতি খাতুন, মোছা. ইলমা খাতুন, মোছা. রিফা খাতুন প্রমূখ।
এদিকের ঘটনার পর থেকেই মৃত রেশমীর বাড়িতে চলছে শোকের মাতম। শুধু রেশমীর বাড়িতেই নয়, প্রতিবেশীদের চোখে-মুখেও যেন কান্নার ছাপ। কথা হয় প্রতিবেশী জনী আহমেদ এর সাথে তিনি বলেন, রেশমীর মৃত্যুতে পুরো গ্রামটাই ভারি হয়ে গেছে। এই মৃত্যু ভোলার নয়। কখনও মেনে নেয়া যায় না।
এদিকে রোববার রাতেই মৃত রেশমীর মা সোনাভান বেগম বাদী হয়ে ধর্ষণের পর গলা টিপে হত্যা এজাহারে উল্লেখ করে নারী শিশু নির্যাতন আইনে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
সিংড়া থানার তদন্ত পরিদর্শক নেয়ামুল আলম বলেন, এই ঘটনায় ৪ আগস্ট রাতেই থানায় একটি মামলা হয়েছে। মামলা নম্বর ৭। ইতোমধ্যে লাশের ময়না তদন্ত শেষ হয়েছে। আর যেহেতু ঘরের ভেতরে অভিযুক্ত চাচা শাহাদৎ হোসেন ছাড়া আর কেউ ছিল না, সেহেতু প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে। তবে ডাক্তারি রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না। তবে এর জন্য ডাক্তারি রিপোর্ট চাওয়া হয়েছে।
উল্লেখ্য ৪ আগস্ট দুপুরে সিংড়ার বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী ও দেওয়াগাছা গ্রামের দিন মজুর আবদুর রাজ্জাকের কিশোরী মেয়ে রেশমী খাতুনকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের পর তাকে গলা টিপে হত্যা করে আপন চাচা শাহাদৎ হোসেন। পরে এই ঘটনার মূল নায়ক চাচা শাহাদৎ হোসেন (৩১) কে গন ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।