কয়রা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ চন্দ্র সানা। বৃক্ষের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম মিজান মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মেকাইন বিল্যাহ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আয়ুব আলী, মোঃ ফারুক হোসেন, আঃ মান্নান, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ইউনুছ আলী, আল মাহফুজ প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। এ ছাড়া শ্রেষ্ঠ স্টল মালিকদের মাঝে ক্রেস্ট প্রদান করার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরন করা হয়।