বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রী মতিমাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার দুপুরে বিশ্ব বন্ধু দিবস পালন করে ওই বিদ্যালয়ের ৯ম ও ১০শ্রেণীর শিক্ষার্থীরা। বন্ধু দিবস পালন করার অপরাধে ৪০ জন শিক্ষার্থীদের বেত দিয়ে পিটিয়ে আহত করা অভিযোগ উঠেছে শিক্ষককের বিরুদ্ধে। এদের মধ্যে গ্রুতর আহত পাঁচজন শিক্ষার্থী গতকাল সোমবার বিদ্যালয়ে ক্লাশে আসতে পারেনি। তাদের মধ্যে গ্রুরুতর আহত দশম শ্রেণীর হাফসা হক তন্নী, মেঘলা, প্রিংকা বল্ল¬ভ, সাম্মী, বর্ষা অসুস্থ্যতার জন্য গতকাল সোমবার বিদ্যালর ক্লাশে আসতে পারেনি বলে জানা গেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
অভিভাবক ও আহত শিক্ষার্থী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের শ্রী মতিমাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী মেঘলা দাস, সাম্মী আক্তার, হাফসা হক তন্নী, প্রিংকা বল্ল¬ভ, সাম্মী আক্তার, পূর্জা অধিকারী, তিথী মধু, যুথী আক্তার, মৌ আক্তার, বর্ষা অধিকারী, অপির্তা বাড়ৈ ও সৌমিসহ অর্ধতাধিক ছাত্রীরা হৈ-হুল¬া, পানি ছোড়াছুরি ও আনন্দ করে কেক কেটে রোববার দুপুরে বিদ্যালয় বিরতীর সময় বিশ্ব বন্ধু দিবস পালন করে। ক্লাশে পানি ছোড়াছুরি করাতে অনেক শিক্ষার্থী জামা-প্যান্ট ভিজেযায়। এ ঘটনায় শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে ছাত্রীদের শ্রেনীকক্ষে দেড় ঘন্টা আটক রাখে। পরে ছাত্রীদের সবাইকে লাইব্রেরিতে ডেকে এনে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ বেত দিয়ে পিটিয়ে আহত করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হারুন আর-রশিদ ছাত্রীদের অভিভাবকদের সংবাদ দিয়ে তাৎক্ষনিক বিদ্যালয়ে ডেকে আনেন।এসময় শিক্ষকরা শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে টিসি দেয়ার কথা বললে ছাত্রীরা শিক্ষকদের পা ধরে কান্নাকাটি করে তাদের ভুলের কথা স্বিকার করে ভবিস্বতে আর এরকম করবে না।
এ ব্যাপারে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ সাংবাদিকদের বলেন, অনেক ছাত্রী ক্লাশের ভিতরে পানি দিয়ে ছোড়াছরি করে সমস্ত শররীল ভিজে ছিলো। বিদ্যালয়ের পরিবেশ রক্ষার জন্য শিক্ষার্থীদের সাশন করেছি। আমি যা করেছি প্রধান শিক্ষকের নির্দেশে করেছি। তবে শিক্ষার্থীদের আহত হবার মতো কোন ঘটনা ঘটে নাই।
শ্রী মতিমাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর-রশীদ সাংবাদিকদের বলেন, নবম ও দশম শ্রেনীর কিছু শিক্ষার্থী উশৃংখল হওয়ায় বিদ্যালয়ের স্বার্থে তাদের সামান্য বিচার করা হয়েছে।
এ ব্যাপারে শ্রী মতিমাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, বিদ্যালয় চলাকালীন সময়ে ক্লাশের বিঘœ করে বিশ্ব বন্ধু দিবস পালন করলে সেটি অপরাধ। তবে বিদ্যালয় বিরতীর সময় বন্ধু দিবস পালন করলে সেটি দোষের কিছু নয়। বিষটি আমি দেখবো কি হয়েছে।