বরগুনা সদর উপজেলার পৌরসভার কালিবাড়ি এলাকার হিন্দু-সম্প্রদায়ের সরকার কর্তৃক অধিগ্রহন কৃত পতিত বাপ-দাদার বসত ভিটা ফেরত পাওয়ার দাবীতে বরগুনায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন অধিগ্রহণকৃত পতিত ভূমি অবমুক্তি সনাতন সংঘের সদস্যরা।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের সদর রোডে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা পৌরসভার প্যানেল মেয়র মো. রইসুল আলম রিপন, অধিগ্রহণকৃত পতিত ভূমি অবমুক্তি সনাতন সংঘের সভাপতি শ্রী বাবুল দাস স্বপন দাস, মিলন দাস, দীপঙ্কর চন্দ্র রায়, শ্রীকান্ত দাসসহ সংঘের সদস্যরা।
জানাগেছে, বরগুনা সদর উপজেলার পৌরসভার অর্ন্তগত ২৭নং কড়ইতলা মাইঠা মৌজার কালিবাড়ি এলাকার সরকারি অধিগ্রহণ কৃত জমি হতদরিদ্র শ্রমজীবি শতাধিক হিন্দু-সম্প্রদায়ের পতিত বাপ-দাদার বসত ভিটা। বরগুনা মহকুমা করার লক্ষ্যে বিগত ১৯৬১-৬২ সালে এল এ কেস নং ৪৮ ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের (২৫০ একর) সকল জমি সরকার তাদের ইচ্ছার বিরুদ্ধে অধিগ্রহণ করে। কিন্তু দীর্ঘ ৬০ বছর যাবত ঐ ভুমি সরকারের প্রয়োজন না হওয়ায় ঐ এলাকার ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায় তাদের বাপ-দাদার বসত ভিটা ফেরত পাওয়ার দাবীতে এ মানববন্ধন করেন।
তাদের দাবী ইতঃপূর্বে ২০০৬ সালে একই মৌজার ২০ একর ভূমি অবমুক্তির নির্দেশনা দিয়েছে সরকার। তাই মাথা গোজার ঠাই হিসেবে বাকি জমি টুকু অবমুক্তি চায় তারা।
মানববন্ধন শেষে বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি পেশ করেন।