সঠিক সময়ে বেতন বিল দাখিল না করায় জুলাই মাসের বেতন-সহ-ঈদ বোনাস গতকাল সোমবার (৫ আগষ্ট) পায়নি বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৬২ জন কর্মকর্তা-কর্মচারীর। এতে তারা ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়, বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল এসিস্টেন, নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, আয়া, পিয়ন ও হেল্থ এসিস্টেন-সহ ৬২ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। তারা ঈদকে সামনে রেখে এখন পর্যন্ত তাদের প্রাপ্য জুলাই মাসের বেতন এবং ঈদ বোনাস তুলতে পারেন নি।
এবিষয়ে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স ফার্মাসিস্ট আবদুল মজিদ জানান, এক বছর পূর্বে এই স্বাস্থ্য কমপ্লেক্সের থেকে অবসর নেন মজিবুর রহমান। তারপরও এপদে লোক না থাকায় তিনিই দায়িত্ব পালন করছেন। তিনি সঠিক সময়ে বিল জমা না দেওয়ায় গত মাসের বেতন ও ঈদ বোনাস পায়নি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম বলেন, গত মাসে কাজের চাপ বেশি থাকায় বিল প্রেরণ করতে বিলম্ব হয়। পরবর্তীতে সার্ভারে সমস্যা হওয়ায় এ বিল আটকে যায়। তিনি ঈদের আগে এ সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানান।