ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনা টিভির সিনিয়র রিপোর্টার নিখোঁজ মুশফিকুর রহমান মুশফিকের সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে গফরগাঁও প্রেসক্লাব ও মোহনা টিভির দর্শক ফোরাম এর আয়োজনে প্রেসক্লাব সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা দুপ্রক সভাপতি ডাঃ কে এম এহছান, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক শফিউল আলম মারুফ, সাংবাদিক ফকির এ মতিন, আজিম উদ্দিন মাষ্টার, আফাজ উদ্দিন, রফিকুল ইসলাম খান, আব্দুছ সালাম সবুজ, নাজমুল হক বিপ্লব, মোহনা টিভির গফরগাঁও প্রতিনিধি রুবায়েত ইবনে হাকিম বাপ্পি, সারোয়ার ফরাজি, আশরাফুল আলম আপেল, আশরাফুল আলম নয়ন, তানিয়া আক্তার, শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশা মানুষ।