ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। সোমবার সকাল পর্যন্ত শেবাচিমে ১৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। রবিবার এ সংখ্যা ছিল ১৪৮জন। হাসপাতালের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৪৬ জন। যারমধ্যে পুরুষ ২৬, নারী ১৪ ও শিশু ছয়জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৪০ জন। অন্যদিকে বর্তমানে চিকিৎসাধীন ১৫৪ জনের মধ্যে পুরুষ ৯৪, নারী ৪৫ ও শিশু ১৫ জন। এরমধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।