ময়মনসিংহের গৌরীপুরে বাল্য বিয়ের দায়ে কনেসহ মাকে ১৫ দিনের জেল ও সহযোগিতার অভিযোগে এক ইউপি মেম্বারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফারহানা করিম রবিবার (৪ আগস্ট) রাত ১১ টায় এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন স্থানীয় কবুলেন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী একা খাতুন (১৬) ও তার মা পারভীন বেগম (৪০) এবং সিধলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার জামাল তালুকদার (৩০)।
ইউএনও ফারহানা করিম জানান, ঘটনারদিন রাত সাড়ে ৯টার দিকে এ উপজেলার সিধলা ইউনিয়নে ধীতপুর গ্রামে এমদাদুল হকের মেয়ে ১০ শ্রেণির ছাত্রী একা খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী পুনরিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে খোকনের (২৪) বাল্য বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে তিনি রাত ১০টায় ঘটনাস্থলে গিয়ে এ বাল্য বিয়ে বন্ধ করেন। পরে ভ্রাম্যমান আদালতে বাল্য বিয়ে নিরোধ আইনে কনে ও কনের মাকে ১৫ দিনে জেল প্রদান ও ইউপি মেম্বার জামাল তালুকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, উল্লিখিত বাল্য বিয়েটি বন্ধ করার জন্য দিনেই সংশ্লিষ্ট ওয়ার্ডের এ ইউপি মেম্বারকে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু ইউপি মেম্বার বাল্য বিয়ে বন্ধে কোন ভূমিকা পালন না করে উল্টো সহযোগিতা করেন। তাই এ ইউপি মেম্বারকে অর্থ দন্ড দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এএসএম রিয়াদ হাসান গৌরব, গৌরীপুর থানার ওসি (তদন্ত) গোলাম মাওলা, এস আই নজরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।