ময়মনসিংহের গফরগাঁওয়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় একটি মাদ্রাসার অফিস সহকারি নেতৃত্বে একদল সন্ত্রাসী মাদ্রাসা ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে মাদ্রাসা ছাত্রীসহ ৪ নারীকে মারধর ও শারীরিকভাবে লাঞ্চিত করেছে। ঘটনাটি গত শুক্রবার উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে ঘটে।
এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর মা শাহিদা খাতুন বাদী হয়ে রোববার রাতে গফরগাঁও থানায় মামলা দায়ের করেছে।
মাদ্রাসার ছাত্রীর পরিবার ও থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াবাড়িয়া আঃ গনি দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী সুমাইয়া আক্তার (১৪) কে একই মাদ্রাসার অফিস সহকারি রফিকুল ইসলাম (৪৭) দীর্ঘদিন যাবত কুপ্রস্তাবে দিয়ে আসছে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অফিস সহকারি রফিকুল ইসলাম একাধিকবার মাদ্রাসার মধ্যে ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং মাদ্রাসায় আসা-যাওয়ার পথে মাদ্রাসা ছাত্রীকে নানা ভাবে উত্ত্যক্ত করতো। অফিস সহকারি রফিকুল ইসলামের ভয়ে মাদ্রাসা ছাত্রী দুই মাস যাবত মাদ্রাসা যাওয়া বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার মাদ্রাসা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি মাদ্রাসার শিক্ষক কাঞ্চনসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের জানানো হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে অফিস সহকারি রফিকুল ইসলাম ও তার সহযোগীসহ একদল সন্ত্রাসী মাদ্রাসা ছাত্রী সুমাইয়া আক্তারের পোড়াবাড়িয়া গ্রামের বাড়িতে হামলা চালায়। জুম্মা নামাজের সময় বাড়িতে এ সময় কোন পুরুষ লোক ছিল না। রফিকুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা সুমাইয়াকে টেনে হেঁচড়ে বাড়ি থেকে তুলে নিতে চায়। এ সময় বাড়ির মহিলারা এগিয়ে আসলে সন্ত্রাসীরা মাদ্রাসা ছাত্রী সুমাইয়া (১৪), সুমাইয়া মা শাহিদা (৪০), সুমাইয়া নানী কামরুন্নাহার (৬০) ও সুমাইয়া খালা খাদিজা (১৯) কে মারধর এবং শারীরিকভাবে লাঞ্চিত করে।
সুমাইয়ার মা শাহিদা খাতুন জানায়, মাদ্রাসার অফিস সহকারী রফিকুল ইসলাম ও তার সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়ে মেয়েকে তুলে নিতে চায় এবং লাঞ্চিত করে। ঘটনার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেনকে জানানো হয়েছে।
গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, মাদ্রাসা ছাত্রীর ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।