ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘নিজের ঘর ও আশপাশ পরিস্কার রাখুন, ডেঙ্গু থেকে বাঁচুন’ এই শ্লোগানকে সামনে রেখে থানা পুলিশের উদ্যোগে ডেঙ্গু জ¦র প্রতিরোধে গতকাল সোমবার সকালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খানের নেতৃত্বে সকালে থানা ক্যাম্পাসে পুলিশ কর্মকর্তা, কনষ্টেবল ও গ্রাম পুলিশের সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়। এবং থানায় আগত সেবা মানুষ ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অপরদিকে দুপুরে খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চবিদ্যালয় ও রোস্তম আলী গোলন্দাজ উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথীদের মাঝে ডেঙ্গু জ¦র প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান। এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম, সেকেন্ড কর্মকর্তা খায়রুল ইসলামসহ পুলিশের এসআই ও কনষ্টেবলবৃন্দ।