যশোর শহরের বড়বাজার এলাকায় ছিন্নমূল ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দুইজন এবং যশোর পুলিশের সোর্স পরিচয় দিয়ে তিনজনে অব্যাহত চাঁদাবাজিতে অতিষ্ঠ হঠেছে। লাগামহীন এ চাঁদাবাজীর কারণে অনেকেই বড় বাজার এলাকার ব্যবসা করতে চলেছেন।
অভিযোগে জানা গেছে, যশোর শহরের মোল্যাপাড়া কবরস্থান এলাকার আসিফ এবং যশোর সদর উপজেলার হামিদপুর এলাকার আহমেদ ছাত্রলীগের সাবেক এক নেতার পরিচয় দিয়ে বড়বাজার এলাকার এইচএমএম রোড, এবং রোডের জুতাপট্টি, রিজু হোমিও হলের গলির ছিন্নমূল ও ভ্রাম্যমান দোকান গুলিতে ২০০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা করে চাঁদাদাবি করছে। চাঁদার টাকা না দিলে ক্রেতার উপস্থিতিতে বাকবিতান্ডা করে দোকানপাট উল্টে ফেলে দিচ্ছে।
রিজু হোমিও হলের গলির এক দোকানদার জানান, বেঁচাকেনা না হওয়ায় এ মাসের টাকা দিতে দেরি হয়েছে। যার কারণে সবার সামনে আমার এ দোকানটি ফেলে দিয়েছে।
এভাবে আসিফ ও আহমেদ চাঁদাদাবি করে চলেছেন। টাকা না দিলে এলাকায় ব্যবসা করতে দেবে না বলে সাফ জানিয়েছে। পুলিশ তাদের পকেটে তাই কোথাও অভিযোগ করলে কাজ হবে না। যদি কেউ অভিযোগ করে তাহলে তাকে যশোর ছাড়া করা হবে।
অপরদিকে, যশোর পুলিশের সোর্স পরিচয় দিয়ে খালদার রোডের আল আমিন ওরফে ল্যাংড়া আলামিন এবং সিটি কলেজ পাড়ার বউ বাজার এলাকার বাবু ওরফে ব্লাক বাবু এবং যশোর শহরের ঘোপ এলাার শহর আলী বড় বাজার এলাকায় চাঁদাবাজী করেই চলেছে।
তারা বিভিন্ন সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার যশোরের আগমন উপলক্ষে চাঁদার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে।
অভিযোগ রয়েছে, যশোরে যৌনকর্মী পান্না ঘরে বসে পরিকল্পনা করে এসব ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের চাঁদা আদায় করছে। চাঁদার টাকা না দিলে ওই যৌনকর্মী ঘরে নিয়ে তাদেরকে ব্লাকমেইল করা হচ্ছে। তারপরও টাকা না দিলে তাদেকের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে পুলিশের কাছে সোপার্দ করছে।
সম্প্রতি এক ক্ষুদ্রব্যবসায়ী জামিনে বের হয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, পুলিশে সোর্স পরিচয় দিয়ে ল্যাংড়া আলামিন ও ব্লাক বাবু এবং শহর আলী যেভাবে চাঁদাবাজী করছে তাতে যশোরে ব্যবসা বন্ধ করে দেয়া ছাড়া কোন উপায় থাকবে না।
ক্ষুদ্ধ ব্যবসায়ীরা এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।