শ্রমিক ছাঁটাই বন্ধ, দৈনিক মজুরি সাড়ে চারশ’ টাকা প্রদান ও হরিজনদের পরিচ্ছন্নতা কাজে চাকুরি না দেয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল হয়েছে। শহরের লালদীঘি পাড় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে চিত্রা মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। রোববার বিকালে যশোর পৌরসভা শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে মিছিল পূর্ব ও মিছিল পরবর্তি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস ও সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাদ আলী লস্কর প্রমুখ। পথসভায় যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতি লাল হরিজন, সাধারণ সম্পাদক কমল বিশ্বাস, সহ-সভাপতি মন্টু হরিজন, সংগ্রাম কমিটির আহ্বায়ক সাজেন বক্তব্য রাখেন। পথসভাটি পরিচালনা করেন সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক হিরন লাল সরকার।
নেতৃবৃন্দ বলেন, হরিজনরা দীর্ঘদিন ধরে শ্রম আইনের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। তার ওপর বর্তমানে প্রায় প্রত্যেক পরিবারের একাধিক সদস্যকে চাকুরি থেকে ছাঁটাইয়ের পাঁয়তারা চলছে। হরিজনরা এখনও পর্যন্ত পরিচ্ছন্নতা পেশা ছাড়া অন্য পেশায় চাকরি পায় না। উপরন্তু পৌরসভা কর্তৃপক্ষ অহরিজনদের পরিচ্ছন্নতা পেশায় নিয়োগ দানেরও পাঁয়তারা করছে।