ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে যশোরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় নেতৃবৃন্দ সকলকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে থাকা, চিকিৎসকের পরামর্শ নেয়া আহবান জানিয়েছেন। রোববার বেলা ১১টায় যশোর শহরের জেলরোড এলাকায় এ লিফলেট বিতারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য আবদুস সালাম আজাদ, হাজী আনিচুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সিনিয়ার সহ-সভাপতি নির্মাল কুমার বিট, মাহমুদ হাসান চুন্নু, স্বেচ্ছাসেবক দলের নেতা রাজু আহমেদ, আসলাম শেখ, তানজিম আহমেদ, ইমরান হোসেন, জি এম সামাদ, জামাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া, সোমবার বিকেলে শহরের মনিহার এলাকায় যশোর জেলা যুবদল ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় প্রচার-প্রচারণা করবে।