গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে মহিলাসহ ১৫জন প্রতারক ও দালালচক্রের সদস্যকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। আজ ( রোববার) দুপুরে তাদের আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। গাজীপুর পোড়াবাড়ি কোম্পানীর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এবিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক ও দালালচক্র রোগীদের সাথে চিকিৎসা প্রতারণার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি কোম্পানীর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান এর উপস্থিতিতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহিলাসহ দালাল চক্রের ১৫সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলো- মোঃ আলম ভূইয়া (২৯), মোঃ আশরাফুল ইসলাম (২২), মোঃ সুমন মোল্লা (৩০), মোঃ শরীফুল ইসলাম (৫০), মোঃ রাশিদুল ইসলাম (২১), মোঃ ফরিদুজ্জামান নয়ন (২৮), মোঃ শরিফুল ইসলাম (৩০), শান্তনা বেগম (৩০), আমেনা বেগম (২৭), মোসাঃ সাথী বেগম (৩০), শিরিন বেগম(৩৫), শিল্পী বেগম (৩০), মোসাঃ কামরুনাহার (৩০), মোসাঃ আমেনা বেগম (৩০) ও মোসাঃ তানিয়া সুলতানাকে (৪৪) আটক করে।
আটককৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আগত
রোগীদের ঠকিয়ে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে আসছিল বলেও র্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানায়।
উক্ত অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান প্রতারণার দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক দন্ডবিধি ১৮৬০ ধারা ২৯১ মোতাবেক ধৃত আসামীদেরকে বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ০৩ (তিন) দিন এবং সর্বনি¤œ ০২(দুই) দিনের বিনাশ্রম কারাদ- প্রদানপূর্বক গাজীপুর জেলা হাজতে পাঠানো হয়েছে।