গাজীপুরের কাপাসিয়ায় ট্যুরিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪ আগস্ট রোববার বিকালে কাপাসিয়া বাজারে ডেঙ্গু প্রতিরোধ ও গুজব বিষয়ক সচেতনতামূলক র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
ট্যুরিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদারের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও গুজব বিষয়ক সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালী শেষে কাপাসিয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ¦ অ্যাড. আমানত হোসেন খান। উপস্থিত ছিলেন কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, আলহাজ¦ রেজাউল হক কারিগরি কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম, ট্যুরিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এমদাদুল হক, মেসার্স জনি টেড্রার্সের স্বত্তাধিকারী ফরিদ বক্স প্রধান জনি, মহিলা আওয়ামী লীগ নেত্রী মুনমুন, মাহবুবুর রহমান শাহীন প্রমূখ।