ময়মনসিংহের গফরগাঁওয়ে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে গতকাল রোববার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামিয়া সরকারী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম, খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খুরশেদুজ্জামান, সিনিয়র শিক্ষক মোঃ নুরুজ্জামান ও জাহেদুর রহমান প্রমূখ।