পাবনা ওষুধ প্রশাসন এবং বাংলাদেশ কেমিষ্ট এ- ড্রাগিষ্ট সমিতি সাঁথিয়া শাখার উদ্যোগে গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওষুধ বিষয়ক সেমিনার-১৯ অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক মীর নজমুল বারী নাহিদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এম এ হাই এর পরিচালনায় নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রেজিষ্টার চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় বন্ধ ও জনসচেতনতামূলক এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন পাবনা জেলা ড্রাগ সুপার কে এম মুহসিনিন মাহবুব অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কেমিষ্ট এ- ড্রাগিষ্ট সমিতি সাঁথিয়া শাখার সহ-সভাপতি রুহুল আলম, কাশিনাথপুর ড্রাগ সমিতির সভাপতি সেলিম হোসেন, বেড়া ড্রাগ সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বনগ্রাম ড্রাগ সমিতির সভাপতি শ্রী গোপাল চন্দ্র ঘোষ. সাংগঠনিক সম্পাদক মসলেম উদ্দিন প্রমুখ।