রোহিঙ্গাদের সঙ্গে ডেঙ্গু রোগের তুলনা করায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ডেঙ্গু যখন চরম আকার ধারণ করেছে, তখন স্বাস্থ্যমন্ত্রী বললেন, এডিস মশা রোহিঙ্গাদের মতো। কত বড় অমানবিক হলে, কত বড় অমানুষ হলে একজন মন্ত্রীর মুখে এ ধরনের কথা শুনতে পারি!’ রবিবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’ আয়োজিত সংগঠনটির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী যখন মালোশিয়া গেলেন, পত্র-পত্রিকার দেখলাম, তিনি ব্যক্তিগত সফরে গেছেন। ফিরে আসার পর বলেছেন, তিনি জানেন না কত জন মারা গেছেন। বলছেন ১৬'শ থেকে ১৭' শ আক্রান্ত হয়েছেন।’ তিনি বলেন, ‘ডেঙ্গুতে কত জন মারা গেছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলতে পারেননি। এটা তার জানা নেই।’
ডেঙ্গু প্রতিরোধে অকার্যকর ওষুধ আমদানি করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘মশার মারার ওষুধ কার্যকর হচ্ছে না। হবে কোথা থেকে? যে দুর্নীতি তারা করে, তাতে তো কার্যকর হওয়ার কথা না। এখন নতুন ওষুধ আনবে, সেখানে আরও দুর্নীতি হবে। দুটি ওষুধ নিষিদ্ধ করা হয়েছে থাইল্যান্ডে, সে দুটি ওষুধ নাকি আনা হচ্ছে! তারা আমদানি করছে কলকাতার ডেপুটি মেয়রকে তাদের কনসালটেন্সির জন্য। এখন এ অবস্থা হীরক রাজার দেশের চেয়েও অধম হয়ে গেছে।’সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘সময় শেষ হওয়ার আগেই এই পার্লামেন্ট বাতিল করুন, এই নির্বাচন বাতিল করুন। নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় দেশের জনগণ জানে কীভাবে এ ধরনের সরকারকে পরাজিত করতে হয়।’মির্জা ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত কঠিন সময়ে বাস করছি। এত বড় কঠিন সময় বাংলাদেশে আর কখনো আসেনি। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, এর আগের মুহূর্তেও এত অসহায় বোধ করিনি। তখন জনগণের সামনে একটি শক্তি ছিল, জনগণের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ছিল। এখন মনে হয় সব কিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে।’