বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে চলমান গুজব, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম ও ডেঙ্গু প্রতিরোধে গণসচেনতামূলক মতবিনিময় ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় আমতলী পৌর ভবনে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমলেশ মজুমদার, স্বাস্থ্য কর্মকর্তা শঙ্কর প্রসাদ অধিকারী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার, উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক জিএম ওসমানী হাসান প্রমুখ।
মতবিনিময় শেষে মশা নিধনের ফগার মেশিনসহ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য র্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে পুনঃরায় পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়। র্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) কমলেশ মজুমদার, ওসি মোঃ আবুল বাশার, আমতলী পৌর শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, প্রতিষ্ঠান প্রধানগন, জনপ্রতিনিধি, চাকুরীজীবি, রাজনীতিবিদ, সুশিল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ অংশ নেয়।
র্যালী শেষে পৌর শহরে দুইটি ফগার মেশিন দিয়ে নালা, ড্রেন ও বাড়ীর আঙ্গিনায় মশা নিধনের ওষুধ ছিটানো হয়।