দক্ষিণাঞ্চলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। ফলে বরিশাল শেবাচিম হাসপাতালেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। রবিবার শেবাচিম হাসপাতালে ১৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। শনিবার এ সংখ্যা ছিল ১১৭ জন। হাসপাতালের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৪ জন রোগী। যারমধ্যে পুরুষ ২৪ জন, নারী ১৬ জন ও শিশু চারজন। অপরদিকে হাসপাতালে এখনও ডেঙ্গু সনাক্তকরনের কিট সংকট থাকলেও শনিবার সকালে পর্যাপ্ত স্যালাইন এসে পৌঁছেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।