ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ময়লা আবর্জনা পরিস্কার করতে মাঠে নেমেছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহিন ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনির নেতৃত্বে রবিবার (৪ আগস্ট) দিনব্যাপি এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা দা, কোদাল, বেলচা ও ঝাঁড়- হাতে নিয়ে নিজেরাই পৌর শহরের বিভিন্ন এলাকার আগাছা ও ময়লা আবর্জনা পরিস্কার করেন। ছাত্রলীগের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
ছাত্রলীগের এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলী আসকর সোহাগ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক স্বাধীনসহ উপজেলা ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মী।