নামের সাথে মিল থাকায় বারবার পুলিশের হাতে হয়রানীর শিকার হচ্ছেন জসিম হাওলাদার নামের এক যুবক। তার বাড়ি জেলার গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামে। হয়রানীর হাত থেকে রেহাই পেতে ওই যুবক (জসিম) অবশেষে থানায় সাধারণ ডায়েরী করেছেন।
জানা গেছে, দিয়াশুর গ্রামের মৃত ভাষাই হাওলাদার ওরফে ডাকাত ভাষাইয়ের দুই পুত্র সন্ত্রাসী জসিম হাওলাদার (৩০) ও বাদল হাওলাদার (২৮) ঢাকায় বসবাস করেন। বাবার ন্যায় তারাও ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। এদের সন্ত্রাসী কর্মকান্ডের খবর এলাকার লোকজনতো দুরের কথা, জানতো না স্থানীয় থানা পুলিশও। তবে নাম ও পিতার নামে মিল থাকায় বারে বারে হয়রানীর শিকার হচ্ছে একই গ্রামের জসিম হাওলাদার নামের আরেক যুবক।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় সন্ত্রাসী জসিমের নামে দায়েরকৃত একটি ডাকাতি মামলায় জারীকৃত ওয়ারেন্টের সূত্রধরে গত ২৬ জুলাই গৌরনদী মডেল থানা পুলিশ ভুলক্রমে জসিম হাওলাদার নামের ওই যুবককে আটক করে। পরবর্তীতে তদন্তে বেড়িয়ে আসে আসল তথ্য। ওইব্যক্তি নির্দোষ প্রমানিত হলে পরেরদিন পুলিশ তাকে ছেড়ে দেয়।
গৌরনদী থানার এসআই মোঃ সগীর হোসেন জানান, দিয়াশুর গ্রামের জসিম ও বাদল হাওলাদারের নামে ঢাকার সবুজবাগ থানায় তিনটি ডাকাতি ও একটি অস্ত্র আইনে মামলা রয়েছে। ডাকাতি মামলায় বাদল হাওলাদার গ্রেফতার হয়ে দীর্ঘ ছয় বছর ধরে ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে। তার ছোটভাই জসিম হাওলাদারও একই মামলার আসামি। কুমিল্লার দাউদকান্দি থানার আরও একটি ডাকাতি মামলার আসামি জসিম হাওলাদার।