লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে রোববার দুপুরে ডেঙ্গু সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালী অনুষ্ঠিত হয়। থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে থানা প্রাঙ্গন থেকে র্যালী শুরু হয়ে পৌর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে ওসি আনোয়ার হোসেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অবিভাবকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।