আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে সভায় এসএপিপিও আঃ গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইকবাল হোসেন, জাহিদ হাসান, মাহরুফ হোসেন, রফিকুল ইসলাম, ইউনুছ আলি, সানা আবু জাফর, মহিউদ্দিন গাজী-১, দিপক কুমার মল্লিক, তরিকুল ইসলাম, আছাদুল ইসলাম, অরবিন্দু কুমার মন্ডল, প্রতাপ কুমার মন্ডল, রামকৃষ্ণ দেবনাথ, আকিকুন নেছা, আরিফুল ইসলাম, শামিম ইসলাম, মুজিবর রহমান, এস এম আব্দুল ওহাব, সুখদেব কুমার সাধু, মহিউদ্দিন গাজী-২, শিবপদ সরকার, গোবিন্দ লাল কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় খরিপ-১ মৌসুমে আউশ, পাট ও সবজি চাষাবাদের অবস্থা এবং খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান চাষের বীজতলার অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। যারা এখনো বীজতলা করতে পারেননি তাদরেকে সেচ পাম্প ব্যবহার করে দ্রুত বীজতলায় বীজ ফেলানোর ব্যবস্থা এবং প্রনোদনার অবস্থা নিয়ে আলোচনা করা হয়।
কুল্যায় ভিজিএফ এর চাউল বিতরণ সম্পন্ন
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে অসহায় গরীব মানুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম।
সরকার প্রতি বছর ঈদ-উল-ফিতর ও ঈদ উল আজহা উপলক্ষে অসহায় গরীব পরিবারের মাঝে বিনামূল্যে চাউল বিতরন করে আসছেন। এরই আওতায় কুল্যা ইউনিয়নে ৫ হাজার পরিবারের মাঝে ১৫ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কার্ডধারীদের মধ্যে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চাউল বিতরন কার্যক্রম চলবে। বিতরণ কার্যক্রম প্িরচালনা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না, সচিব, মেম্বার আলমগীর হোসেন আঙ্গুর, নজরুল ইসলাম, উত্তম কুমার দাশ, বিশ^নাথ সরকার, ইব্রাহিম হোসেন, মহিলা মেম্বার বিউটি খাতুনসহ মেম্বারবৃন্দ।