আশাশুনি উপজেলার শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধ করণের লক্ষ্যে আলোচনা সভা ও স্কুল এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচারনা করা হয়েছে। শনিবার সকালে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
শনিবার স্কুল চালুর পর সকাল ১০ টার দিকে সকল শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের অংশ গ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেঙ্গু মশার ভয়াবহতা, ডেঙ্গুর জন্ম পদ্ধতি, ডেঙ্গু প্রতিরোধে করনীয়তা নিয়ে স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ভগিরথ বাছাড়, সহকারী শিক্ষক মাসুদুল হক, তপন কুমার গাইন, শহিদুল ইসলাম, সাহিদা আক্তার, মাওঃ সাইদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে সকলে একযোগে স্কুলের সকল কক্ষ, আঙিনা, স্কুল চত্বর ও স্কুলের সামনে পিছনের সকল স্থানে ময়লা-আবর্জনা পরিস্কার, ছোট ছোট গাছগাছালি ও ঘাস-লতাপাতা সমুলে উঠিয়ে ফেলান হয়।