আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিমের সাথে কুল্যা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও তার সমর্থক-কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগষ্ট) সকালে উপজেলা চেয়ারম্যানের চাপড়াস্থ বাস ভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই কুল্যা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মোঃ আব্দুল বাছেত ওরফে হারুন চৌধুরী ৪ হাজার ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হন। নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা চেয়ারম্যানের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানাতে তার বাস ভবনে যান। এসময় উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমকে তারা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। উপজেলা চেয়ারম্যান সকলের উদ্দেশ্যে বলেন, নৌকা প্রতীকের বিজয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান রক্ষা করা হয়েছে। সরকারের কার্যক্রম বাস্তবায়নে সকলকে একতাবদ্ধ ভাবে কাজ করতে হবে। দলীয় এজেন্ডা বাস্তবায়ন ও এলাকায় আওয়ামীলীগের দেশব্যাপী জনপ্রিয়তাকে ধরে রাখতে হবে। সরকারের সাফল্য অব্যাহত রাখতে এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও হক আদায় করার মাধ্যমে সকলের সাথে সুন্দর আচরণ ও সদ্ব্যাবহার দিয়ে আওয়ামীলীগকে মানুষের হৃদয়ে স্থাপিত করতে হবে। সরকারের হাতকে শক্তিশালী করতে এবং আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে এলাকার উন্নয়নে যা কিছু করার দরকার তিনি তা করার জন্য আহবান জানিয়ে বলেন, এসব কাজে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছেত ওরফে হারুন চৌধুরী, লুৎফর রহমান, শহিদুল্লাহ সরদার, কে এম হুমায়ুন কবির মন্টু, বকুল, ইয়াহিয়া, আবু মুছা, মহিউদ্দিন-১, মহিউদ্দিন-২, এস কে মাহফুজুর রহমান, সন্দীপ কুমার, মাষ্টার পরিমল কুমার দাশ, সমল, আশু, আতাউর, মইনুল, ফজলু প্রমুখ উপস্থিত ছিলেন।