দেবহাটার সখিপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর বাস্তবায়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালী ও লিফলেট বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। শনিবার সকাল ১০ টায় র্যালী পরবর্তী সখিপুর বাজারসহ জনসমাগম স্থান সমুহে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ও আশার আলোর কর্মকর্তাবৃন্দ। এ সময় আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদ, আশার আলোর সভাপতি আবদুল গনি, আশার আলোর সমন্বয়কারী ফজলুল হক, সুপারভাইজার রবিউল ইসলাম, সমাজসেবক শহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড আওযামীলীগ সম্পাদক শরিফুল ইসলাম মন্টু, ১নং ওয়ার্ড আঃলীগ সম্পাদক আবদুল সালাম গাজীসহ সংগঠনটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।